গাজীপুর : টঙ্গীর ট্যাম্পাকো পুটিং পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস দেয়ার কথা দেয়া ছিলো আজ শনিবারই। ছুটিও হওয়ার কথা ছিল আজকের অফিস শেষে। প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যাবেন এমন ফুরফুরে মেজাজেই ছিলেন শ্রমিকরা। কিন্তু সর্বগ্রাসী আগুন সব কেড়ে নিলো তাদের। সব স্বপ্ন মূহুর্তের মধ্যেই আগুনে ছাই।
ট্যাম্পাকো পুটিং পোশাক কারখানার শ্রমিকরা জানিয়েছেন আজকে ছুটি হওয়ার কথা ছিল কারখানায়। বেতন-বোনাস দেওয়ারও কথা ছিল।
কিন্তু এক বিস্ফোরণেই সব আনন্দ নিমেষেই হারিয়ে গেছে তাদের। গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক পোশাক কারখানায় শনিবার ভোরে বয়লার বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ৬টার দিকে পাঁচতলা ভবনের এই কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
আগুনে এখন পর্যন্ত দুই নারী ও এক শিশুসহ ১৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম