শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩১:১৪

১৬ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি

১৬ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি

গাজীপুর : গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ফয়েল তৈরির কারখানা ট্যাম্পাকোয় বয়লার বিস্ফোরণে ঘটনায় ২৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে ফায়ার সাভির্সের ২৫টি উইনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ১৬ ঘন্টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
 
ফায়ার সাভির্সের ২৫টি উইনিট সারাদিন ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বিকাল ৫টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যার পর ৫ তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফিরে যাওয়া ফায়ার সার্ভিসের ৭টি উইনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে।
 
এদিকে ট্যাম্পাকো কারখানার আশপাশ থেকে কারখানা ও বাসা বাড়ির লোকজন তাদের মালামাল রেখে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে। রাত ১০টা পর্যন্ত ট্যাম্পাকো কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি।
 
উল্লেখ্য, শনিবার সকাল ৬টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে আগুন লাগে।

কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস দেয়ার কথা দেয়া ছিলো আজ শনিবারই। ছুটিও হওয়ার কথা ছিল আজকের অফিস শেষে। প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যাবেন এমন ফুরফুরে মেজাজেই ছিলেন শ্রমিকরা। কিন্তু সর্বগ্রাসী আগুন সব কেড়ে নিলো তাদের। সব স্বপ্ন মূহুর্তের মধ্যেই আগুনে ছাই।
 
ট্যাম্পাকো পুটিং পোশাক কারখানার শ্রমিকরা জানিয়েছেন আজকে ছুটি হওয়ার কথা ছিল কারখানায়। বেতন-বোনাস দেওয়ারও কথা ছিল।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে