গাজীপুর : গাজীপুরের টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে।
বুধবার দুপুরে ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর নর্দান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম মানোয়ার হোসেন (৪০)।
প্রসঙ্গত, টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণে আগুনের ঘটনায় ওইদিনই নিহত হয় ২৪ জন শ্রমিক। রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন।
একইদিন বিকেলে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আরো চারজনের মরদেহ। পরে সোমবার সকালে ও দুপুরে ফের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে তখন নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ৩৩ জনে।
১০ সেপ্টেম্বর শনিবার ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে।
এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় শ্রমিকরা রাতের শিফটে কাজ করছিলেন।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম