মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০৭:২৫:৪৬

কাপাসিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন: বর্ণাঢ্য শোভাযাত্রা

 কাপাসিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন: বর্ণাঢ্য শোভাযাত্রা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বর্তমান সরকারের আট বছরের উন্নয়ন তৎপরতা এ অঞ্চলের মানুষকে অবহিত করার জন্য গাজীপুরের কাপাসিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে বুধবার পর্যন্ত।

৯ জানুয়ারি বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাড়া দেশে একযোগে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় প্রধান অতিথি হিসাবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীল মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু প্রমুখ। তার আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শুভাযাত্রা বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, মেলার স্লোগান হচ্ছে ‘শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’ ‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’ ও ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র’। বর্তমান সরকারের টেকসই উন্নয়ন এবং কাপাসিয়ার সার্বিক উন্নয়নের চিত্র জনসম্মুখে ৩৫টি স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে