এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নকে ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে শিশু বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে।
ঢাকা আহ্সানিয়া মিশন ও প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনালের সহযোগিতায় র্গাল পাওয়ার প্রকল্পের আওতায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদকে শিশু বিবাহ মুক্ত যোষনা করেন চেয়ারম্যান মোঃ আজগর হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, র্গাল পাওয়ার প্রকল্পের কো-অর্ডিনেটর শরিফুল হক, সিএসও নেটওর্য়াক কমিটির সভাপতি উপাধ্যক্ষ আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইন উদ্দিন, উপজেলা টেকনিক্যাল অফিসার সফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাংবাদিক নুরুল আমীন সিকদার, নারী নেত্রী রওশন আরা সরকার, কানিজ ফাতেমা রুহিতা, টাস্কফোর্স কমিটির সাধারণ সম্পাদক এনামূল কবির সরকার । অনুষ্ঠানে ইউনিয়নের নির্বাচিত সদস্য, শিক্ষক, কাজী, সাংবাদিক, ইমাম, পুরোহিত সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশু বিয়ে বন্ধে উপস্থিত হাজারো জনতা প্রকাশ্যে হাত উঠিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস