মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭, ০৩:৩৫:০৪

কাপাসিয়ায় ৩ মাসের শিশুকে জবাই করে হত্যা করলেন মা

কাপাসিয়ায় ৩ মাসের শিশুকে জবাই করে হত্যা করলেন মা

কাপাসিয়া (গাজীপুর) থেকে এফ এম কামাল হোসেন: গাজীপুরের কাপাসিয়ায় আজ মঙ্গলবার ভোরে ৩ মাসের শিশু পুত্রকে নিজ শয়ন কক্ষে জবাই করে খুন করলেন পাষন্ড মা শাহীনুর বেগম। উপজেলার তরগাঁও ইউনিয়নের দিগধা গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। পুলিশ ২ সন্তানের জননী ঘাতক মা শাহীনুর বেগমকে গ্রেফতার এবং বাবা শরীফুল হককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও রক্তমাখা কাপড় চোপড় উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে শরীফুল-শাহীনুর দম্পতির বড় মেয়ে মালিহা (৪) ঘুম থেকে জেগে দেখেন তার মা নিজ হাতে ৩ মাস বয়েসী তার ছোট ভাই মিরছান সাবিদকে ছুরি দিয়ে গাড়ের পিছন দিয়ে বেশীর ভাগ অংশ কেটে ফেলেছে। সাথে সাথে মালিহার ডাক চিৎকারে পাশের ঘরে থাকা তার দাদী শরীফা খাতুন ছুটে আসেন এবং বাড়ির অন্যান্যদের ঘটনা জানান। এ সময় বাবা শরীফুল ফজর নামাজ পড়তে মসজিদে ছিলেন। সে পার্শে¦র দিগধা মাদ্রাসার শিক্ষক। শরীফা খাতুন জানান, ছেলে এবং বৌ এর মাঝে তেমন কোন কলহ বিবাদ ছিলনা। আকস্মিক এ ঘটনায় তিনি হতবিহ্বল হয়ে পড়েন। এ পরিবারের একমাত্র পুত্র সন্তান জন্ম নেয়ায় কয়েক দিন পূর্বে বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠানও করা হয়।

বাড়ির লোকজন জানান, এ ঘটনার পর শাহীনুর গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। তার গলায় লালচে দাগ রয়েছে। পুলিশ উদ্ধার করে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মোঃ হাবিবুর রহমান জানান, চিকিৎসাধীন শিশুটির মায়ের গলায় লালচে দাগ রয়েছে। শরীফুল হক জানান, প্রায় ৬ বৎসর পূর্বে পাশের উত্তর খামের গ্রামের মজিবুর মাষ্টারের মেয়ে শাহীনুরকে বিয়ে করেন। তারা সুখেই ঘর সংসার করতে ছিলেন। হঠাৎ কি কারণে এ ঘটনা ঘটল তা বুঝতে পারছিনা। স্ত্রীর আকস্মিক এ ঘটনায় এবং সন্তান হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা শেফাউল হকের বড় ভাই প্রাক্তন অধ্যক্ষ মাওলানা সাইদুল হকের পুত্র শরীফুল হক দিগধা দারুল উলুম ফাজিল মাদরাসার শিক্ষক।
 
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুবকর সিদ্দিক জানান, কি কারনে মা তার শিশুকে নির্মমভাবে হত্যা করেছে তা এখনও বুঝা যাচ্ছেনা। ঘটনার পর থেকে ঘাতক মা অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার চেতন ফিরে এলে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে। শিশুটির পিতা বাদী হয়ে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে