‘সাকা চৌধুরী পাকিস্তানের এজেন্ট’
গাজীপুর : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী পাকিস্তানের এজেন্ট ছিলেন। তাদের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধ করেছেন। ৪৪ বছর ধরে পাকিস্তানের এজেন্ট হিসেবে এ দেশে কাজ করেছেন তিনি। তাদের সাফাই সাক্ষী মানা বিচিত্র কিছু নয়।
মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে এক স্মরণসভায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে।
তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব আনা হয়েছিল। তারা বলেছে, কাদের মোল্লা পাকিস্তানের বন্ধু ছিল। পাকিস্তানের আদর্শ-উদ্দেশ্য রক্ষার কাজ করে যাচ্ছিল।
মোজাম্মেল হক বলেন, কিন্ত এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছিল, এই কাদের মোল্লা, সেই কাদের মোল্লা নয়। পাকিস্তানের পার্লামেন্ট তার জন্য শোক প্রস্তাব আনার মাধ্যমে প্রমাণ হয়েছে, আমরা যা বলেছি সেটা সত্য।
স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসিম কবির।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, কালিয়াকৈরে চন্দ্রায় ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রতিপক্ষের হাতে খুন হন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক।
২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�