শনিবার, ০৮ এপ্রিল, ২০১৭, ০১:১৫:৪৮

তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার : ওবায়দুল কাদের

তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার : ওবায়দুল কাদের

গাজীপুর থেকে : ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো ‘বন বিলাস’ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তিও হবে। তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার। এতে যেহেতু রাজ্যের বিষয় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি সফরে গেছেন। দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও থাকছেন। সেখানে তিস্তা ও অভিন্ন নদী নিয়ে আলোচনার আরও অগ্রগতি হবে। এ সময় তিনি ভারতের সঙ্গে ছিলমহল বিনিময় হওয়ার কথা এবং বাংলাদেশ অংশের ৩৫টি বিলুপ্ত ছিটমহলে ইউপি নির্বাচন হওয়ার কথাও উল্লেখ করেন।

সেতুমন্ত্রী বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। ভারত বিদ্বেষী প্রচারণা করে, ভারতবিরোধী প্রপাগান্ডা করে ভারতের কাছ থেকে প্রতিবেশী হিসেবে আমাদের ন্যায্য পাওনা পাওয়া যাবে না। ভারতের সঙ্গে মাঝে ২১ বছর বাংলাদেশের সম্পর্ক খারাপ পর্যায়ে ছিল বলে উল্লেখ করে কাদের বলেন, অবিশ্বাস আর সন্দেহের দেয়াল উঠেছিল। সম্পর্ক খারাপ রেখে কোনো ন্যায্য পাওনা পাওয়া যায় না।

তিনি বলেন, আমরা মনে করি, সুসম্পর্কটা বজায় রেখেই আমাদের ন্যায্য পাওয়া বুঝে নিতে হবে। ভারতের সঙ্গে যুদ্ধ করে, ভারতের সঙ্গে বৈরিতা করে আমরা আমাদের ন্যায্য কিছু পাবো না। আমরা যেহেতু আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, যে কারণে ৪১ বছরে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। এটা একটা কঠিন কাজ ছিল, চ্যালেঞ্জিং বিষয় ছিল।

০৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে