শনিবার, ০৮ এপ্রিল, ২০১৭, ০৮:০৭:৩৯

কাপাসিয়ায় ধাঁধাঁরচরে আদর্শ কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়ায় ধাঁধাঁরচরে আদর্শ কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার ঐতিহাসিক ধাঁধাঁরচর রক্ষা কমিটির উদ্যোগে জোত জমির খারিজ ও খাজনা গ্রহনের দাবীতে আজ শনিবার দুপুরে কৃষকরা ওই চরে সমাবেশ করেছে। দূর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ-তারাগঞ্জ এলাকার শীতলক্ষ্যার তীর ঘেষে ব্রম্মপুত্র ও বানার নদীর মোহনায় জেগে উঠেছে প্রায় একশত একর জমি।

জানা যায়, উপজেলার ঘোষাইরগাঁও, ঘিঘাট, একডালা গ্রামের  প্রায় ৩শত পরিবার শত বছর ধরে মাঝ নদীতে জেগে উঠা ওই চরে কৃষিপণ্য ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। পরবর্তী সময়ে ধাঁধাঁরচর নামক মৌজাও প্রতিষ্ঠিত হয়েছে। র্দীঘ দিন যাবত ওই এলাকার কৃষকরা পূর্ব পুরুষদের নামে রেকর্ডিয় জমি নিজ নিজ নামে খারিজ করে খাজনা পরিশোধ করে আসছে।

বর্তমানে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে ধাঁধাঁরচর মৌজার কোন জমির খারিজ এবং খাজনা নেয়া বন্ধ রয়েছে। ফলে ধাঁধাঁরচরের কোন কৃষক তাদের নিজ প্রয়োজনে জমি কেনা বেচা করতে পারছে না। ফলে এলাকার কৃষকরা পারিবারিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে চরম ভোগান্তির স্বিকার হচ্ছেন। এ নিয়ে কৃষকদের মাঝে দীর্ঘ দিন যাবত চরম ক্ষোভ বিরাজ করছে। কৃষকেরা উল্লেখিত সমস্যার সমাধানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।   

ধাঁধাঁরচর পরিচলনা কমিটির সভাপতি মোঃ তৈইমুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ পরাগ আহমেদের পরিচালনায় প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, প্রবীন কৃষক আকতারুজ্জামান, জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক এফ এম কামাল হোসেন, মজিবুর রহমান, ফজলুল হক মাষ্টার, মজিবুর রহমান মেম্বার, আবু সাঈদ, ফিরুজ উদ্দিন সিকদার, আমীর হোসেন প্রমূখ। পরে ওই গ্রামের সম্প্রতি প্রয়াত আদর্শ কৃষক রমিজ উদ্দিন ও নুরুল ইসলাম মিলনের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে