বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৭:৫১:২৬

প্রাইভেট কারে ভাগ্নির লাশ, মামা আটক

প্রাইভেট কারে ভাগ্নির লাশ, মামা আটক

গাজীপুর প্রতিনিধি : ময়নাতদন্ত ছাড়াই প্রাইভেট কারযোগে ভাগ্নির লাশ গ্রামের বাড়ি বরিশাল নিয়ে যাওয়ার পথে গাজীপুরে মামাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা থেকে ভাগ্নি সুফিয়া বেগমের (১৭) লাশসহ আটক হন মামা রানা সরকার (২৫)। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাশিদ জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে মামার সঙ্গে ভাড়া থাকতো সুফিয়া। তিনি জানান, সুফিয়া স্থানীয় এমসি বাজার এলাকার ইউনিয়ন গার্মেন্টে চাকরি করতো। সে বরিশালের গৌরনদী উপজেলার ভাঙ্গিলা এলাকার আব্দুস সোবাহানের মেয়ে। এসআই আবদুর রাশিদ জানান, চাকরির পাশপাশি সুফিয়া প্রতিদিন মামা ও তার বন্ধুদের রান্না করে দিতো। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় তার মামা রানা ভাগ্নি সুফিয়াকে ডাকতে যান। কোনো সাড়া-শব্দ না পেয়ে পাশের ঘরের সিলিং খুলে সুফিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তার লাশ উদ্ধার করে স্বজনরা। পরে মামা সুফিয়ার লাশটির ময়নাতদন্ত ছাড়াই প্রাইভেট কারযোগে বরিশাল নিয়ে যেতে রওনা হন। পথে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এলাকায় তাদের গাড়িটি যাত্রাবিরতি করে। এসময় স্থানীয় লোকজন গাড়িতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশের ময়নাতদন্ত-সংক্রান্ত কাগজপত্র না পাওয়ায় মামাসহ ভাগ্নির লাশটি থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী কারণে সুফিয়া আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি কেউ। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে