গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। প্রথমবারের মত দলীয় প্রতীকে মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মো: লোকমান হোসেন, বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীক নিয়ে হারুন-অর-রশিদ এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আশরাফুল আলম শিকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রবিবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ২৬টি কেন্দ্র ৬৬ হাজার ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রিসাইডিং কর্মকর্তা মো: মাসুদুর রহমান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ ৮ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস