রবিবার, ০৭ মে, ২০১৭, ০৮:১০:৪৬

কাপাসিয়ায় পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার, গ্রেফতার-১

কাপাসিয়ায় পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার, গ্রেফতার-১

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুমন আহমেদের বাসা থেকে চুরি যওয়া পিস্তল ও গুলি ২৬ দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। ৬ মে শনিবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনায় জড়িত সজিব মিয়া (২৬) নামে কুখ্যাত এক সন্ত্রাসীকে তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। সে পাশ্ববর্তী মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের মৃত রেনু মিয়ার পুত্র। থানার ওসি আবুবকর সিদ্দিক ৭ মে রোববার সকালে সাংবাদিকদের ডেকে এ তথ্য জানান।

জানা যায়, গত ১০ এপ্রিল রাতে থানার পুলিশ উপ-পরিদর্শক সুমন আহমেদের থানা সংলগ্ন শহরের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এতে তার বাসা থেকে  ব্রাজিলের তৈরী  সরকারী ৯ এম এম পিস্তল ২৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন এবং টাকা ও স্বর্নালংকার চুরি হয়।

এ সময় তার বাসায় কেউ ছিলনা। এ ঘটনায় সুমন আহমেদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং তাকে বাদী করে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। ওসি আবুবকর সিদ্দিক জানান, এ অভিযানটি এস আই মনিরুজ্জামান খান ও এস আই দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত হয়।

গ্রেফতারকৃত সজীব দীর্ঘ দিন যাবৎ নবীপুর গ্রামের নানা আঃ বারেকের বাড়িতে থাকত। সে গাড়ি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম এবং ভাড়াটিয়া কিলার হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে কটিয়াদী, সাভার ও কাপাসিয়া থানায় একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া পিস্তলটি তার নানা বাড়ি সংলগ্ন বাঁশ বাগানে পলিথিনে মোড়িয়ে মাটির নীচে লুকিয়ে রেখে ছিল।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে