মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধিঃ কুয়েত সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ থেকে কুয়েতের সশস্ত্রবাহিনীতে দক্ষ জনশক্তি নিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সোমবার বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গাজীপুরের শিমুলতলীস্থিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট (টিটিটিআই) পরিদর্শন করেছেন। পরিদর্শণকালে চার সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুয়েত সশস্ত্র বাহিনীর এ্যাডমিনিষ্ট্রেশন এন্ড ম্যান পাওয়ারের প্রধান মেজর জেনারেল ইবরাহিম এস এস এস আল আমিরী পিএসসি। দুপুরে প্রতিনিধি দলটি টিটিটিআই’তে পৌছলে টিটিটিআই’র অধ্যক্ষ লে. কর্ণেল (অবঃ) মো. আছয়াদুর রহমান খান পিএসসি। প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে প্রতিনিধি দলকে টিটিটিআই’র কর্মকান্ডের উপর ব্রিফিং করা হয়। পরে কুয়েত সশস্ত্র বাহিনীর ওই প্রতিনিধি দলটি প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স, ওয়ার্কশপ, ইলেক্ট্রিক্যাল হাউজ অয়্যারিং, মেশনারী এন্ড রড বাইন্ডিং ও প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংসহ বিভিন্ন ইউনিট ঘুরে প্রশিক্ষন কার্যক্রম দেখেন এবং প্রশংসা করেন। এসময় প্রতিনিধি দলের সঙ্গে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের প্রতিরক্ষা এটাচি ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের নেতা মেজর জেনারেল ইবরাহিম বলেন, কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকুরীর জন্য বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা এসেছি। সফরে প্রশিক্ষন পদ্ধতি দেখে আমরা অত্যন্ত আনন্দিত। এ প্রতিষ্ঠানটি অত্যন্ত আন্তরিকতার সাথে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি তৈরী করছে। আমরা এসব দক্ষ জনশক্তি আমাদের দেশের সমস্ত্র বাহিনীতে নিয়োগের সর্বাতœক চেষ্টা চালাচ্ছি। পরে তিনি প্রতিষ্ঠানের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় প্রতিনিধি দলের লেঃ কর্ণেল ফাহাদ এএমএম আল দালবী পিএসসি, লেঃ কর্ণেল আলী এ এ এফ আল বাসরী পিএসসি এবং লেঃ কর্লেল মাজিদ এমএমএস আল খালেদীসহ প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মেজর (অবঃ) শ্যামুলেন্দু কবিরাজ এবং বাংলাদেশ সেনাবাহিনী ও টিটিআই’র বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টিটিটিআই সূত্রে জানা গেছে, কুয়েতের প্রতিনিধি দলটি বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রেডের দক্ষ জনশক্তি কুয়েত সেনাবাহিনীতে চাকুরীর জন্য নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই করছেন। এটা সম্ভব হলে বাংলাদেশ সেনাবাহিনী তথা দেশ থেকে কুয়েতে দক্ষ জনশক্তি রপ্তানির দ্বার উন্মোচিত হবে। কুয়েতের প্রতিনিধি দলটি বাংলাদেশে এক সপ্তাহ অবস্থান করবেন। এসময় তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাব্যতা যাচাই করবেন। আগামী শুক্রবার প্রতিনিধি দলটি বাংলাদেশ ত্যাগ করবেন।
উল্লেখ্য, বিগত বেশ কিছু বছর ধরে এসটিএমকে (স্কিল্ড টেকনিক্যাল ম্যানপাওয়ার ইন কুয়েত) এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ও বেসামরিক কয়েক হাজার সদস্য কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকুরী করছেন। বর্তমানে টিটিটিআই’তে বিভিন্ন ট্রেডে দুইটি শিফটে ৬৮৩ জন প্রশিক্ষণ নিচ্ছেন।
আত্নকর্মসংস্থান ও দারিদ্রমুক্ত দেশ গড়তে কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর ক্যাম্পাসে ২০০৯ সালে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট (টিটিটিআই) প্রতিষ্ঠিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী এ প্রতিষ্ঠাণটি পরিচালনা করছে। এখানে ড্রাইভিং, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন,প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, মেশন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রোনিক্স, রেডিও টিভি এবং কম্পিউটারসহ মোট ৮টি ট্রেডে প্রশিক্ষনের মাধ্যমে দেশের বেকার ও অদক্ষ জনবলকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করছে।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস