শুক্রবার, ২১ জুলাই, ২০১৭, ০৮:৫৪:১৭

কাপাসিয়ায় বিজ্ঞাপন চ্যানেলের অ্যাপ উদ্বোধন

কাপাসিয়ায় বিজ্ঞাপন চ্যানেলের অ্যাপ উদ্বোধন

কাপাসিয়া (গাজীপুর) থেকে অধ্যাপক শামসুল হুদা লিটন: কাপাসিয়া থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম বিজ্ঞাপন চ্যানেলের ভিজিটরদের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চ্যানেলটির মোবাইল অ্যাপ। ২১ জুলাই শুক্রবার বিকেল ৪টায় গাজীপুরের কাপাসিয়ায় আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগের এই অ্যাপ উদ্বোধন করা হয়।

গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা কার্যালয়ে ওয়ার্ল্ড সেফগার্ড এন্ড মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও বিজ্ঞাপন চ্যানেলের এডিটর-ইন-চিফ অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রো-ভাইস চ্যান্সেলর, বীরমুক্তিযোদ্ধা, অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার।

অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার বলেন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, কৃষি এবং চাকরির প্রতিটি ক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন তথা মোবাইল অ্যাপ বর্তমানে একটি নিত্য প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে। সকালে ঘুম থেকে উঠে কিংবা চায়ের আড্ডায় কোথায় নেই এই অ্যাপসের ব্যবহার? বিজ্ঞাপন চ্যানেল অ্যাপ প্রিয় স্মার্টফোন ব্যবহারকারীদের সেই চাহিদা পূরণ করবে। পাশাপাশি দেশ-বিদেশের তথ্য, অ্যাড, নিউজ সহজে পাওয়ার সুযোগও উন্মুক্ত হলো।

তিনি আরও বলেন, গুগল ইন্টারনেট রাষ্ট্রের রাজা। তাই গুগল প্লে স্টোরের সাথে অনলাইন মিডিয়াগুলো যুক্ত হলে জনগণ আরও দ্রুত তথ্য পেতে পারবেন। এতে করে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরও এগিয়ে নেয়া সম্ভব হবে। গণমানুষের মুখপত্র বিজ্ঞাপন চ্যানেল বঙ্গবন্ধু এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্বপ্ন পূরণে গুরুত্ব¡পূর্ণ অবদান রাখবে।

অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ও বিজ্ঞাপন চ্যানেলের ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হায়দার সবুজ, গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম, আলোকিত নিউজ ডটকমের সম্পাদক ও বনপা’র গাজীপুরের আহ্বায়ক রুবেল সরকার, দৈনিক আলোকিত সময়ের কাপাসিয়া প্রতিনিধি প্রভাষক আব্দুল কাইয়ুম, বঙ্গতাজ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ মনজুরুল হক গাজী, দেশজুড়ে ডটকমের সম্পাদক ক্যাপ্টেন(অবঃ) এএইচএম জহিরুল হক, নিউজ সমাহারের সম্পাদক এম এস হাবিবুর রহমান, সাংবাদিক মোঃ রুহুল আমীন বিএসসি, দৈনিক নয়াদিগন্তের কাপাসিয়া সংবাদদাতা আবু সাঈদ, দৈনিক সকালের খবরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ^াস, প্রতিদিনের সংবাদের কাপাসিয়া প্রতিনিধি সফিকুল আলম সবুজ, গাজীপুর কণ্ঠের প্রতিনিধি ফরহাদ, সাংবাদিক মীর মাসুদ করিম, আব্দুর রাজ্জাক খান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বিজ্ঞাপন চ্যানেল অ্যাপ বানিয়েছে এইচআর সফট বাংলাদেশ। এই অ্যাপের  উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, চাকরির খবর, ফিচার, পাবলিক রিঅ্যাকশন, লাইফ স্টাইল, ধর্ম, স্বাস্থ্য, শিল্প-সাহিত্য-হাস্যরস, পরিবেশ ও ইতিহাস-ঐতিহ্য, মজাদার অডিও-ভিডিও ইত্যাদি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে