এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ‘‘স্বাস্থ্য, পুষ্টি, অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার থেকে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলামের সভাপতিত্বে ফলদ মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশীষ কুমার কর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার ডেইজী, থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমূখ।
মেলা চলবে আগামীকাল ২ আগষ্ট, বুধবার পর্যন্ত। মেলায় আগত দর্শনার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শনের জন্য সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস