মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৫:২৬:৫৮

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

 কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

জাকির হোসেন কামাল, কাপাসিয়া (গাজীপুর) থেকে: গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদ সহ জাতীয় চার নেতা স্মরণে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। পরে তাজউদ্দীন আহমদের নামে ডায়াবেটিক সেন্টার নিমার্নে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এ কে আজাদ খান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কায়সার আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলহাজ্ব আলমগীর হোসেন আকন্দ, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ছঅত্রলীগ সভাপতি রাজীব ঘোষ, সাধারণ সম্পাদক হিমেল খান প্রমূখ। পরে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এর আগে ২রা নভেম্বর রাতে স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সিমিন হোসেন রিমির নেতৃত্ব ঢাকার বনানী কবর স্থানে পূস্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া তাজউদ্দীন আহমেদ স্মরণে কাপাসিয়া সদর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে ‘বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ডায়াবেটিক সেন্টারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালনায় এলাকার ডায়াবেটিক আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৮০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্ত ৪ তালা বিশিষ্ট একটি ভবন নিমার্ণ করা হবে। ডায়াবেটিক সেন্টার নিমার্ণে আর্থিক সহায়তা প্রদান করবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কায়সার আহমেদ। তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কাপাসিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের প্রস্তাবনায় এবং স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র প্রচেষ্টায় ডায়াবেটিক সেন্টারটি নির্মিত হচ্ছে। ৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে