বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৯:৫১

কাপাসিয়ায় ‘বাঁচতে শেখা’র এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় ‘বাঁচতে শেখা’র এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাচঁতে শেখা’র উদ্যোগে গত ৫ মাসে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক এ্যাডভোকেসি সভা ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

“সরকারী আইনী সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দার, বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো এবার” শে¬াগানকে সামনে রেখে প্রোমোটিং লোকাল জাস্টিস থ্রু কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের অধিনে ইউকে এইড এর আর্থিক এবং সিএলএস এর সার্বিক সহযোগিতায় গ্রামীণ দরিদ্র ও অধিকার বঞ্চিত নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে বেসরকারী সংস্থা ‘বাচঁতে শেখা’র এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাচঁতে শেখার লিগ্যাল এইড অফিসার অ্যাডভোকেট আহসান, উপজেলা কো-অর্ডিনেটর মৃনাল কান্তি সরকার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর জাহাঙ্গীর আলম, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সংরক্ষিত মহিলা সদস্য দেলোয়ারা নাজমা, আলমগীর হোসেন ফরাজি প্রমূখ। উল্লেখ, ‘বাচঁতে শেখা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. আঞ্জেলা গমেজের ব্যক্তিগত উদ্যোগে ১৯৭৬ সাল প্রতিষ্ঠিত সংগঠনটি প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী বিশেষত নারীদের আইনী সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সালিশের মাধ্যমে পারিবারিক বিরোধ নিস্পত্তি, আইনী স্বেচ্ছাসেবক তৈরী ও প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং পারিবারিক পর্যায়ে শান্তি আনয়নের লক্ষ্যে র্দীঘ দিন যাবত কাজ করছে। যশোর ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী, রায়েদ, টোক, বারিষাব, ঘাগটিয়া ও সন্মানিয়া ইউনিয়নে বর্তমানে কাজ করছে।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে