লেখক প্রকাশক হত্যার প্রতিবাদে কাপাসিয়ায় উদীচীর মানববন্ধন
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখার উদ্যোগে প্রগতিশীল লেখক-প্রকাশক হত্যার প্রতিবাদে ৬ নভেম্বর শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলা শহরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে খুনিদের বিচারের দাবীতে বক্তব্য রাখেন স্থপতি ও ব্লগার আহমেদ রাজীব হায়দারের পিতা ডাঃ নাজিম উদ্দিন, উদীচী কাপাসিয়া শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বক্সী, কাপাসিয়া গণজাগারণ মঞ্চের আহবায়ক সাংবাদিক নূরুল আমীন সিকদার, অধ্যাপক সাইফুল ইসলাম, বাসদ নেতা প্রভাষক গোলাম মূর্তুজা, সিপিবি নেতা জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
মানববন্ধনে শহীদ ব্লগার রাজীবের বাবা ডাঃ নাজিম উদ্দিন বলেন, জামাত শিবির ব্লগে লিখলে নাস্তিক হয় না প্রগতিশীলরা ব্লগে লিখলে নাস্তিক হয়। আমার ছেলে রাজীব গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মি ছিলেন । তাকে হত্যার পর নাস্তিক বলা হয়েছে। আমি সকল হত্যাকান্ডের দ্রুত বিচার চাই।
৬ নভেম্বর,২০১৫/এমনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�