শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৬:১০:৩১

বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মডেল : চুমকি

বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মডেল : চুমকি

গাজীপুর প্রতিনিধি : ‌মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্রে ব্যস্ত। শেখ হাসিনার উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করতে চায়। শনিবার বিকেলে গাজীপুরের জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুমকি বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে এখন আর সাহায্যের জন্য যেতে হয় না। শেখ হাসিনার উন্নয়নে দেশ এখন বিশ্ব দরবারে মডেল। বাংলাদেশকে এখন অন্যান্য দেশ অনুসরণ করছে। তিনি বলেন, গাজীপুরের কৃতী সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজউদ্দিন আহমেদের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আব্দুল গনি মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবিএম আমজাদ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, যুবলীগ সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ খোকা, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আহমেদুল কবির, উপজেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক মো. মোশারফ হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ টিপু, ছাত্রলীগ সভাপতি মো. আমির হামজা, সিনিয়র সহ-সভাপতি মাফুজা আফরিন মনি সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। আলোচনার পর বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ শেষে বিশেষ দোয়া করা হয়। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে