বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৭:৪০:৩০

ট্রমা সেন্টারের ম্যাটস্ শিক্ষার্থীদের অন্যরকম ক্রিকেট উপভোগ

 ট্রমা সেন্টারের ম্যাটস্ শিক্ষার্থীদের অন্যরকম ক্রিকেট উপভোগ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ওয়ান-ডে ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের -ই- বাংলা স্টেডিয়াম ছিল গ্যালারি ভর্তি দর্শক। ক্রিকেটের সংক্ষপ্তি সংস্করণ টি-টোয়ান্টিতে জাকজমকপূর্ণ গ্যালারি থাকবে এটাই স্বাভাবিক। হাজারো দর্শকের মাঝে চোখ কেড়ে নিয়েছিল স্টেডিয়ামের পূর্ব গ্যালারি। টিয়ে রংয়ের কলেজ ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা গ্যালারির বেশ বড় একটা অংশ দখলে রেখেছিল। ট্রমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) শিক্ষার্থীরা শুরু থেকে শেষ অবধি গ্যালারিতে স্বতঃর্স্ফূত থেকে খেলায় উৎসাহ যোগিয়েছে। ক্যামেরার লেন্সও খুঁজে ফিরলো তাদের। ট্রমা ম্যাটস্ ও শ্যামলী ম্যাটস্ দু’টি শাখার ৬৫০ জন শিক্ষার্থী খেলা উপভোগ করেন। ছাত্র-ছাত্রী ছাড়াও গ্যালারীতে উপস্থিত থেকে খেলা দেখেন ট্রমা সেন্টার ও মেডিকেল ইন্সষ্টিটিউটের পরিচালক তানজিনা খান, ট্রমার অধ্যক্ষ ডাঃ ইব্রাহানা ইসলাম, শ্যামলী ম্যাটস্রে অধ্যক্ষ ডাঃ তাসনোভা আহমেদ। খেলা উপভোগকারী ছাত্র আমিরুল ইসলঅম হামযা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই প্রথম স্টেডিয়ামের গ্যালারীতে সবার সাথে খেলা দেখতে পেরে খুব ভাল লাগছে। স্টেডিয়ামে খেলা দেখার আনন্দই আলাদা। ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে