কাপাসিয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ২১ নভেম¦র শনিবার সকালে পাবুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা’ বিষয়ক অবহিতকরন মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত।
পাবুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক শাকিল হাসানের সভাপতিত্বে এবং মাওলানা রায়হান উদ্দীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধান, দৈনিক মুক্তবলাকা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এইচ এম শওকত উসমান সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দরজি বকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া শাখার আহবায়ক ও দৈনিক ভোরের কাগজের কাপাসিয়া প্রতিনিধি নুরুল আমিন সিকদার, কাপাসিয়া মহিলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক আমেনা খাতুন মুনমুন, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিম, সহকারি প্রধান শিক্ষক হারিছ মিয়া, আওয়ামীলীগ নেতা আবুল কাসেম মোড়ল, তোফাজ্জল হোসেন বেপারি প্রমুখ। সমাবেশে জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের সাফল্য ও বিভিন্ন উন্নয়ন মুলক কাজের বর্ণনা তুলে ধরেন। তিনি আরো বলেন সরকারের উন্নয়নে নারীদের ভুমিকাই সবচেয়ে বেশী । এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নারীদের যথাযত মুল্যায়ন করতে হবে। আলোচনা সভার শুরুতে উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�