বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৮:৫৭:১৯

কালিয়াকৈরে কারখানার মালিককে ৬ মাসের কারাদন্ড

কালিয়াকৈরে কারখানার মালিককে ৬ মাসের কারাদন্ড

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকায় বুধবার বিকেলে একটি অবৈধ শিশু খাদ্য কারখানা সন্ধ্যান পেয়েছে ভ্রাম্যমান আদালত। এঘটনায় কারখানার মালিক শুভরাজ হোসেনকে (৪০) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। শুভরাজ মানিকগঞ্জের দৌলতপুর থানার নাটোয়া বাড়ী গ্রামের মৃতঃ সিফাত মিয়ার ছেলে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়ক সংলগ্ন উপজেলার শ্রীফলতলী এলাকার একটি বাড়ী ভাড়া করে শুভরাজ দীর্ঘ্য দিন যাবৎ বিভিন্ন দোকানের ভাঙ্গা ও পঁচা মিষ্টি সংগ্রহ করে সেগুলোর সাথে চিটা গুড় ও আটা মিশিয়ে শিশু খাদ্য সন্দেশ তৈরি করে বাজারজাত করে আসছিল। ওই কারখানায় তৈরি সন্দেশ তিন ভাই ফুড প্রোডাকস, ভাই ভাই ফুড প্রোডাকস, তিন টাইগার ফুড প্রোডাকস ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন সময় বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল কবির ওই কারখানায় অভিযান চালায় । এসময় কারখানা থেকে ড্রাম ভর্তি বিপুল পরিমান পঁচা মিষ্টি নষ্ট করে ফেলে দেয়। এবং শিশু খাদ্য সন্দেশ জব্দ করে। মালামালসহ অবৈধ শিশু খাদ্য কারখানায় সীলগালা করে। এবং ভেজাল শিশু খাদ্য তৈরি করার দায়ে শুভরাজকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। ২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে