কাপাসিয়ায় কমিউনিটি ক্লিনিকে অটো বাইক প্রদান
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের উদ্যোগে বরুন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে একটি অটো বাইক প্রদান করা হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার সকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে এ বাইক প্রদান করেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও কেয়ার বাংলাদেশ আইএমআইএইচবি প্রকল্পের সহযোগিতায় ডাঃ মোঃ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ ছানাউল্লাহ, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগর হোসেন খান, ডাঃ আবু হানিফ মোড়ল, বরুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চন্দ্র দাস, কেয়ার জেলা ম্যানেজার আরিফ হোসেন, অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, কেয়ার প্রতিনিধি এস এম রিজওয়ানুল হক, স্বাস্থ্য পরিদর্শক বোরহান উদ্দিন খান প্রমূখ ।
সচিব এম এ কাদের সরকার বলেন, বর্তমান সরকার প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। এতে গর্ভবতী মা, শিশু ও সাধারণ রোগীরা সহজেই চিকিৎসা নিতে পারছে। রোগিরা যাতে সহজে এলাকার কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করতে পারে সে জন্য বিশিষ্ট শিল্পপতি সৈয়দ কামরুল হুদা’র আর্থিক সহায়তায় এ বাইকটি প্রদান করা হয়েছে। এলাকাবাসির পক্ষ থেকে সচিব মহোদয় বাইক দাতা’কে আন্তরিক ধন্যবাদ জানান।
২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস