সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৪:০৭:৫৯

বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে : হান্নান শাহ

বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে : হান্নান শাহ

গাজীপুর প্রতিনিধি : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আমরা পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি একটা টেস্ট কেস হিসেবে। সরকার ও নির্বাচন কমিশনকে সুযোগ দিচ্ছি, যাতে দেশবাসীর প্রত্যাশা এবং সংবিধান অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করে। তিনি বলেন, যদি না করে তাহলে অতীতে তারা যেমন নিন্দনীয় হয়েছিল, বিতর্কিত হয়েছিল, আগামীদিনেও আরো বেশি বিতর্কিত হবে। এতে সরকারের মরণঘণ্টা যে বাজবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। সোমবার গাজীপুর আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাবেক সভাপতি ড. শহীদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। হান্নান শাহ বলেন, সরকার ও নির্বাচন কমিশন সব সময় বলে আসছে তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। কিন্ত অতীতের রেকর্ড বলে, নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিলেও মানুষের সামনে কোনো নির্বাচনই সুষ্ঠু করতে পারেনি। তিনি বলেন, ওইসব নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করা হয়েছিল। নির্বাচন কমিশনের লোকেরাও জাল ভোট দিয়েছে এবং বাক্সভর্তি করেছে, যা বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে। হান্নান শাহ বলেন, যদিও আমাদের সংশয় আছে যে, তারা এবারো তেমন একটা কিছু করতে পারে। কারণ এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ এ সরকারকে চায় না। তাই পেশিশক্তি দিয়ে তারা ফলাফল নিজেদের দিকে নেয়ার চেষ্টা করবে। তিনি বলেন, যেহেতু এটা পৌর নির্বাচন, একটা ক্ষুদ্র নির্বাচন, আমাদের প্রার্থী থাকবে তাদেরও আত্মীয়-স্বজন থাকবে। আমরা জানি বাংলাদেশের মানুষ ডাকাত পছন্দ করে না। ডাকাতদের প্রতিহত করে সমুচিত শিক্ষা দেয়। এ নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতি করতে আসে তাহলে জনগণ কি করবে নিশ্চয় তারা জানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে