সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৮:৪১:০০

‘আর জানাজা নয়’

‘আর জানাজা নয়’

গাজীপুর প্রতিনিধি : প্রকাশ্যে বাংলার মাটিতে আর কেনো যুদ্ধাপরাধীর জানাজা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আজকে দেখি দেশ-বিদেশে যুদ্ধাপরাধীদের জন্য মায়া কান্না হচ্ছে। মনে প্রশ্ন জাগে, ৭১ সালে আমাদের সহযোদ্ধারা যখন পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত হয়েছেন, তখন যেসব লাশ কুকুরে, শিয়ালে, শকুনে খেয়েছে, পানিতে ভেসেছে সেইদিন মানবতাবোধ কোথায় ছিল? সোমবার বিকেলে গাজীপুর জেলা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা থাকবে, যার যার ধর্ম সে পালন করবে, প্রত্যেকটা নাগরিক সমান-সুবিধা ভোগ করবে। এসবই ছিল বঙ্গবন্ধুর অঙ্গীকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম। বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রমুখ। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে