মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৬:২২:৩৯

ভুমি প্রতিমন্ত্রীর আকশ্মিক পরিদর্শন, তিনজন বরখাস্ত

 ভুমি প্রতিমন্ত্রীর আকশ্মিক পরিদর্শন, তিনজন বরখাস্ত

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধিঃ ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আকস্মিকভাবে গাজীপুরের গাছা ভুমি অফিস, বাসন ও কালিয়াকৈর উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেছেন। এসময় ভুমি অফিসের অনিয়ম ও দ্বায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন ভুমি সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আজ সকালে মন্ত্রী গাজীপুর মহানগরের গাছা ভুমি অফিস, বাসন ও কাশিমপুর ভুমি অফিস পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম দেতে পান এবং আগত ভুক্তভোগীদের সাথে কথা বলেন মন্ত্রী। এসময় গাছা ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা জালাল উদ্দিন আহম্মদ ও বাসন ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা ইউসুফ আলী এবং কাশিমপুর ভুমি সহকারী কর্মকর্তা দীপক দাশকে সাময়িক বরখাস্ত করেন। পরে মন্ত্রী কালিয়াকৈর উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের বিভিন্ন অভিযোগ শুনেন । পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সারা দেশেই কিছুকিছু দুনীতিবাজ কর্মকর্তার কারনে মানুষ হয়রানীর শিকার হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় উন্নতিও হয়েছে। তবে ,অভিযুক্তদের বিরোদ্ধে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ০১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে