কাপাসিয়ায় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ১ ডিসেম্বর মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সংসদ চত্বরে সমবেত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ মোল্লার নেতৃত্বে একটি বিশাল বর্নাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ডেপুটি কমান্ডারা মোঃ সিরাজ উদ্দিন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এম এ গনি ও বীর মক্তিযোদ্ধা অধ্যাপক আইন উদ্দিন, আহসান উল্লাহ আকন্দ, হারুন অর রশীদ, আলী আকবর, শেখ আবুল আবুল হোসেন প্রমূখ। বক্তারা ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী সকল চক্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও সকল শ্রেণী পেশার মানুষকে এক হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
০১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�