বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩০:১০

কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নকে শিশু বিবাহ মুক্ত ঘোষণা

কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নকে শিশু বিবাহ মুক্ত ঘোষণা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নকে ২ ডিসেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শিশু বিবাহ মুক্ত ঘোষণা করেছেন তরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত গার্ল পাওয়ার প্রজেক্টের আওতায় শিশু বিবাহ বন্ধে তরগাঁও ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে শিশু বিবাহ মুক্ত ঘোষনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ। তরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য সোয়েব এর পরিচালনায় বক্তব্য রাখেন সিএসও নেটওয়ার্ক কমিটির সভাপতি আমজাদ হোসেন, সিএসও সহ-সভাপতি মোঃ আইন উদ্দিন, গার্ল পাওয়ার প্রজেক্টের কো-অর্ডিনেটর শরিফুল হক, উপজেলা টেকনিক্যাল অফিসার সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আইয়ুবুর রহমান সিকদার, শাহ আলম সিদ্দিকী, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন খান, ইউপি সদস্য ফকির আমিনুল ইসলাম, সিএসও সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আমীন সিকদার, ইফতেখায়রুল ইসলাম লিটন, ফখরুল ইসলাম বেপারী, ফখরুল আলম সিকদার, লুৎফর রহমান প্রধান, তোফাজ্জল হোসেন প্রমুখ। প্রধান অতিথি মুহম্মদ শহীদুল্লাহ বলেন, শিশু বিয়ে সাংসারিক জীবনে অনেক র্দূঘটনা ডেকে আনতে পারে। এই শিশু বিয়ে বন্ধ করতে হলে সবাইকে দলমত এর উধের্ব উঠে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ইউপি সদস্য, নিকাহ্ রেজিষ্টার, শিক্ষক, ঈমাম, সাংবাদিক, পুরোহিত, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কাপাসিয়ার নির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র পরামর্শে উপজেলার সর্বত্র শিশু বিয়ে বন্ধে বদ্বপরিকর। তিনি সকলকে নিজ নিজ অবস্থানে শিশু বিয়ে বন্ধে ভূমিকা রাখার আহবান জানান। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে