বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩১:১৬

কালীগঞ্জে নারী উন্নয়ন ফোরাম সদস্যদের প্রশিক্ষণ

কালীগঞ্জে নারী উন্নয়ন ফোরাম সদস্যদের প্রশিক্ষণ

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বুধবার থেকে উপজেলা পরিষদ সভা কক্ষে শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) বাস্তবায়নে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন- উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও শিক্ষক আব্দুর রহমান আরমান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক কণিকা রাণী দাস, কালীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর আমিরুন্নেছা, খুশি খানম, নার্গিস আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা ইউপি সদস্যগণ। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে