কালীগঞ্জে বাল্য ও বহুবিবাহের দায়ে ইমামের কারাদণ্ড
জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিয়ে ও বহুবিবাহের অপরাধে মো. যোবায়ের হোসেন (৩৬) নামের এক ইমামকে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকার বাইতুল আমান জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ ইমামতি করছিলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মো. যোবায়ের হোসেন। বাড়ীতে তার স্ত্রী, ৩ ও ১ বছরের দু’টি কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত এক মাস আগে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ৯ম শ্রেণিতে পড়–য়া ১৫ বছরের এক কিশোরীকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে তার কর্ম এলাকায় বসবাস করেন। ওই সময় ওই কিশোরীকে প্রথম বিয়ের কথা গোপন করেন ওই ইমাম। কিন্তু শনিবার সকালে প্রথম স্ত্রী ২ সন্তান নিয়ে ওই এলাকায় গেলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা বিষয়টি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরনকে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানকে অবগত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ঈমামকে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে এবং প্রতারনার মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অার্থিক জরিমানা করেন।
৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস