এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের ঐতিহ্যবাহী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে গতকাল সোমবার দ্বাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আলহাজ¦ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও রাস্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অভিভাবক সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গভর্ণিংবডির সদস্য শরিফুল আলম শামীম, গণিতের অধ্যাপক আওলাদ হোসেন সরকার সবুজ, ইসলামী শিক্ষা বিষয়ের অধ্যাপক শাহ্জাহান শাহ্ ফকির, ইংরেজি বিষয়ের প্রভাষক আবু হেনা মস্তফা কামাল পারভেজ, আইসিটির প্রভাষক আতাউর রহমান, বাংলার প্রভাষক তাহমিনা আহমদ, আশরাফুল আলম প্রমূখ।
সমাবেশে বক্তাগণ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের যথাযথ কর্তব্য পালনের উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল ফোন না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার সন্তান কাদের সাথে চণাফেরা করে, তার খোঁজখবর রাখতে হবে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী টেষ্ট পরিক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হলেও ফরম পুরনের সুযোগ দেয়া হবে না। এখন থেকেই রুটিন মোতাবেক নিয়মিত পড়াশোনার কোন বিকল্প নেই বলে শিক্ষকগণ অভিমত প্রকাশ করেন।