রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০১:৪০:২২

কালীগঞ্জে প্রবাসির বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

  কালীগঞ্জে প্রবাসির বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলার ছৈলাদি গ্রামের শনিবার গভীল রাতে এক সৌদি আরব প্রবাসির বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে বাড়ির লোকজন দাবি করেছেন। এ সময় বাধা দিতে গেলে প্রবাসিকে মারধর করে আহত করেছে সশস্ত্র ডাকাত দল। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ডাকাতির শিকার প্রবাসীর বাবা মো. হানিফা আকন্দ জানান, তার সৌদি আরব প্রবাসি ছেলে আলমগীর আকন্দ গত এক মাস আগে ছুটিতে বাড়ী আসে। শনিবার দিবাগত রাত ২টা দিকে ১৫/১৬ জনের গেঞ্জি, হাফ প্যান্ট ও মুখোশ পড়া একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে বাড়ীর সকল ঘরে বাহির থেকে শিকল আটকে দেয়। পরে মূল কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে অপর একটি ঘরে ঢুকে। এ সময় পরিবারের সবাইকে রশি দিয়ে হাত-পা বেঁধে এবং কাপড় ও টেপ দিয়ে মুখ বন্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ, তাদের ব্যবহৃত ৭টি এন্ডোএইড মোবাইল সেট ও বিদেশী কাড়র-চোপড় লুট করে নিয়ে যায়। পরে প্রবাসী পরিবারের বেঁধে রাখা অবস্থা থেকে একজন ছাড়া পেয়ে বাকীদের ছাড়িয়ে নেয়। পরিবার ও স্থানীয়দের সহযোগীতায় ওই প্রবাসীকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে ঘটনার পর রাতেই কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ডাকাতির ঘটনায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে