গাজীপুরের কালীগঞ্জে ৭ ব্যবসায়ীর আর্থিক জরিমানা
জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে চটের বস্তা ব্যবহার না করায় উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারের ৭ ব্যবসায়ীসহ ৮ জনের আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, পাটজাত দ্রব্য ব্যবহারের ব্যাপারে রোববার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৭ ব্যবসা প্রতিষ্ঠানে পাটের তৈরি চটের বস্তা ব্যবহার না করে অন্য বস্তা ব্যবহার করায় ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ৭ ব্যবসায়ীদের প্রত্যেককে নগদ ৫শত টাকা করে জরিমানা করেন। ২০১০ সালের ৫৩নং আইনের ৪নং ধারা লঙ্গন এবং উক্ত আইনের ১৪নং ধারার দন্ডনীয় অপারাধে ভ্রাম্যমান আদালত এ আদেশ প্রদান করেন। এ সময় সরকারী কাজে বাধা দেওয়ায় আসাদুজ্জামান নামের একজনকে আর্থিক জরিমানা করা হয়।
জরিমানা করা ব্যবসায়ীরা হচ্ছেন- উলুখোলা বাজারের চাউল ব্যবসায়ী লিয়াকত হেসেন, সিরাজ মিয়া, আওলাদ হোসেন, কফিল উদ্দিন, ফিরোজ মিয়া, মুনসুর হোসেন, সেলিম মিয়া।
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�