রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৭:০৩

কাপাসিয়ায় ৩ প্রতিষ্ঠানের দ্বিতল ভবনের উদ্বোধণ

কাপাসিয়ায় ৩ প্রতিষ্ঠানের দ্বিতল ভবনের উদ্বোধণ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্বোধণ এবং তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও একডালা মাদরাসায় দ্বিতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রোববার প্রতিষ্ঠান গুলোর নিজ নিজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং কমিটির সভাপতি আজগর রশীদ খানের সভাপতিত্বে এবং অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজ গভর্নিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দিন আহমদ সেলিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব ঘোষ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আঃ লতিফ খন্দকার প্রমূখ। বিকালে শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে নতুন ভবনের শুভ উদ্বোধণ নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। উল্লেখ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রতিটি ভবন ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ‘‘তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ সমূহের উন্নয়ন’’ প্রকল্পের আওতায় ছয় কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। চার তলা ভিতের উপর দ্বিতল ভবনে আইসিটি ল্যাব, পয়-প্রনালী, পানি সরবরাহ, বৈদ্যুতিক, অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ আধুনিক সকল ব্যবস্থা থাকবে। মোজাইক ও টাইলস্ সমৃদ্ধ দৃষ্টি নন্দন আধুনিক দ্বিতল ভবনে প্রতিবন্ধীদের জন্য র‌্যাম, টয়লেট ও কমোটের ব্যবস্থা থাকবে। প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি আনুষ্ঠানিক উদ্বোধণী সভায় বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষাই জাতীর মেরুদন্ড। বর্তমান সরকার আধুনিক শিক্ষা প্রসারে ও প্রতি বছর নতুন বই, উপবৃত্তি সহ সকল শিক্ষা উপকরন বিতরন করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার দৃঢ় ও বদ্ধপরিকর। একজন মানুষ সব কিছু জানবে না এটাই স্বাভাবিক। জানতে হলে শিক্ষা গ্রহন করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন, শিক্ষা গ্রহনের জন্য সু-দূর চীন যাবার কথাও বলেছেন। রাষ্ট্র পরিচালনা সহ সকল ক্ষেত্রে ভাল মানুষ থাকলেই ভাল কিছু আশা করা যায়। প্রতিষ্ঠানের সকল দাবী দাওয়া পূরন সহ তিনি নিজেকে সকল ভাল কাজের সাথে সম্পৃক্ত করার আশ্বাস দেন। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে