সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪১:৫৯

'সর্ব প্রথম শিশুদের জন্য বাজেট'

 'সর্ব প্রথম শিশুদের জন্য বাজেট'

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন,গত বাজেটে অর্থাৎ ২০১৫-২০১৬ইং অর্থ বছরেই বাংলাদেশে সর্ব প্রথম শিশুদের জন্য বাজেট বরাদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শেই শিশুদের জন্য পৃথক এ বাজেট বরাদ্ধ করা হয়েছে। সে বাজেট বরাদ্ধের ক্ষেত্রে সেইব দ্যা চিল্ড্রেন এবং শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এরও বিশেষ অবদান রয়েছে। তাদের সহায়তার জন্য এটা করা সম্ভব হয়েছে। সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের বিনোদন কেন্দ্র সোহাগ পল্লীর কনফারেন্স রোমে ‘সেভ দ্যা চিলড্রেন গাজীপুরের’ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। দুই দিন ব্যাপী শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এর বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, কাজী রোজি, উম্মে রাজিয়া কাজল, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, সেভ দ্যা চিল্ড্রেন গাজীপুরের সিনিয়র ম্যানেজার চৌধুরী আইয়ূব, বেলাল উদ্দিন,নাছিমা বেগমসহ অন্যান্য কর্মকর্তা বৃন্ধ। দুইদিন ব্যাপী এসভায় ২০১৫ সালে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিকতা এবং নিরাপত্তা নিয়ে সেব কার্যক্রম পরিচালানা করা হয়েছে সেগুলোর পর্যালোচনা এবং ২০১৬ সালের নতুন কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে