 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি হাতেম খান ও সাধারণ সম্পাদক আল আমিনসহ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগ কার্যালয়ে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. জাহিদ আহসান রাসেলের চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির উদ্দিন মোল্লা ও টঙ্গী থানা যুব লীগ নেতা বিল্লাল হোসেন মোল্লার নেতৃত্বে এ যোগদান পর্ব হয়।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমে মুগ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাহিদ আহসান রাসেলের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন তারা।
এ সময় মতিউর রহমান মতি বলেন, আপনারা নৌকা প্রতীকের পক্ষে কাজ করে বিজয়ী করবেন। আমরা আপনাদের পাশে আছি থাকব।