 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি দলীয় প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান তার পূর্ব নির্ধারিত গণসংযোগের এক পর্যায়ে উপজেলার টোক বাজারের নিরাপদ হোটেলে দুপুরের খাবার খেতে গেলে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে।
এর আগে গত সোমবার বিকালে শাহ্ রিয়াজুল হান্নান নেতা-কর্মীদের নিয়ে চেরাগআলী বাজার সংলগ্ন মাজার জিয়ারত করতে গেলে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা তাকে অবরোদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বিষয়টি শাহ্ রিয়াজুল মুঠোফোনে নিশ্চিত করেছেন।
অপরদিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীকে গণহারে থানা পুলিশ গ্রেফতার করছে। গ্রেফতারকৃতরা হলো- কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইকুরিয়া গ্রামের মৃত- আমীর উদ্দিনের পুত্র মনির হোসেন (৪০) কে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্থানীয় ইকুরিয়া বাজার থেকে ডিবি পুলিশ আটক করে। তারাগঞ্জ নাশেরা গ্রামের ওমর আলীর পুত্র আকরাম হোসেন (৩০), কড়িহাতা ইউনিয়নের চর খামের গ্রামের মৃত- আঃ ছাত্তারের পুত্র নজরুল ইসলাম (৪৫), তরগাঁও গ্রামের মৃত- মহিউদ্দিনের পুত্র যুবদল নেতা ইব্রাহীম (৪৫), কড়িহাতা ইউনিয়নের মাটিকাটা গ্রামের জহর আলী মাঝির পুত্র হালিম উদ্দিন মাঝি (৪৫) কে মঙ্গলবার সন্ধ্যায় কবিরের বাজার থেকে গ্রেফতার করেছে। টোক ইউনিয়নের বড়দিয়া গ্রামের মৃত- শবজে আলীর পুত্র মঞ্জুরুল আলম (৪৭), আড়ালিয়া গ্রামের মৃত- চাঁন মিয়ার পুত্র ঔষধ ব্যবসায়ী যুবদল নেতা আশরাফ হোসেন খোকা (৩৭), ডুমদিয়া গ্রামের নজরুল ইসলাম কেরামতের পুত্র ছাত্রদল নেতা হাছান আল মামুন (২২), কাশেরা গ্রামের মৃত- আলাউদ্দিনের পুত্র বিএনপি নেতা জামশেদ আলী বাচ্চু (৪০), রাউৎকোনা গ্রামের রফিক মাস্টারের পুত্র শ্রমিকদল নেতা চাঁন মিয়া (৪০), তরগাঁওয়ের নবীপুর গ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন (৫২)। এছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা বানার হাওলা গ্রামের ফরিদ শেখ (৩৫) এবং টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের মঞ্জুরুল আলম (৪৭) কে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।