নিউজ ডেস্ক: বর্ধিত বেতনের দাবিতে আবারো শুরু হয়েছে শ্রমিক অসন্তোষ। বুধবার সকালে গাজীপুর সদর, ভোগরা, বাইবাস এলাকায় বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়।
গাজীপুর সদর এলাকার ভবানীপুর এ অবস্থিত এলিগেন্স কারখানার শ্রমিকরা বর্ধিত বেতনের দাবিতে রাস্তায় নামেন।এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী, ভোগরা,বাইপাস ও গাজীপুর সদরের প্রায় শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, গতকাল বোর্ডবাজার এলাকায় শ্রমিক অসন্তোষ এর পর বুধবার সকালে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে বলে জানান তিনি।