গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন
জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: সারা দেশে মতো বৃহস্পতিবার ৬৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর,কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় পৃথক র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘‘হাতে হাত রেখে চলব এক সাথে”- ‘‘নারী পুরুষ বিবেধ নয়, এক সাথে করব জয়”-‘‘নিজের অধিকার করবো ভোগ, অন্যকে না দিয়ে শোক”-‘‘অধিকারে নারী সমান সমান”-‘‘বাল্য বিবাহ রুগবো,শান্তিপূর্ন সমাজ গড়ব” এসব গুরুত্বপূর্ন শ্লোগানের মধ্যে দিয়ে র্যালীগুলো অনুষ্ঠিত হয়
সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় ইউনিয়ন ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন জয়দেবপুর থানা শাখার উদ্যোগে র্যালীতে অংশ নেয় গাজীপুর মহানগর ৮ নং ওয়ার্ড কমিশনার মোঃ সেলিমুর রহমান,গাজীপুর মহানগর শাখার সভাপতি সৈয়দ আশ্রাফুজ্জামান ঠান্ডু, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম,কাজী আসাদুজ্জামান রোকনসহ অন্যান্য নেতৃবৃন্ধ।
এদিকে গাজীপুরের কাশিমপুর এলাকায় বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর মহানগর আঞ্চলিক কমিটির উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। গাজীপুর মহানগর আঞ্চলিক কমিটির সভাপতি মীর আমিনুজ্জামান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় আজাদ মাহমুদ, এ আর হাবিব,সিরাজ মন্ডল প্রমুখ।
অপর দিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্ত্বরে মানবাধিকার সংগঠন ‘বাঁচতে শেখা’র উদ্যোগে র্যালী শেষে আলোচনা সভা মাধ্যমে শেষ হয়। র্যালীতে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব মিয়া, বাঁচতে শেখা’র উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মতিয়ার রহমান, ইউনিয়ন ফেসিলেটর মোঃ জাফরুল ইসলাম, মানবাধিকার কর্মী,সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।
১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�