 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক: নতুন অতিথি এলো বঙ্গবন্ধু সাফারি পার্কে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিয়েছে একটি বাঘ শাবক। গত বছরের আগস্টে জন্মেছিল আরও ৩টি। সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমলেও দুই বছরে পার্কে ৭টি বাঘ শাবক জন্ম নেয়ায় খুশি সংশ্লিষ্টরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পার্কে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে মত তাদের।
মায়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত বাঘ শাবকটি। করছে মায়ের সর্বোচ্চ অনুকরণ। মাংস খেতে না পারলেও মায়ের খাবারে ভাগ বসানোরও চেষ্টা আড়াই মাস বয়সী এই শাবকের।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকা থেকে আনা একটি বাঘিনীর গর্ভে গত ৩১ অক্টোবর জন্ম নিয়েছিল তিনটি শাবক। যার দুটিই ছিল মৃত। তবে অন্যটি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। জন্মের পর নিরাপত্তার স্বার্থে প্রকাশ না করলেও শঙ্কা কেটে যাওয়ায় সম্প্রতি এ তথ্য জানায় সাফারি পার্ক কর্তৃপক্ষ। এর আগে আগস্টে অপর বাঘিনীর গর্ভে জন্মেছিল ৩টি শাবক।
বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন বলেন, 'বাচ্চাগুলো পার্কের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আনন্দের বন্যা বয়ে দিয়েছে।'