 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গাজীপুর : টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম দিনে ময়দানের পশ্চিম পাশে মিম্বরের কাছে রান্না করার গ্যাস সিলিন্ডার লিকেজের শব্দে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় হুড়হুড়িতে অন্তত চারজন মুসল্লি আহত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, সকাল সোয়া ১০টার দিকে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে রান্না করার একাট গ্যাস সিলিন্ডার থেকে বিকট শব্দে গ্যাস বের হয়। এতে আশপাশের মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়হুড়ির মধ্যে পড়ে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।