 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গাজীপুর : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময় একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দ্বিতীয় পর্বের ইজতেমা সোমবার শেষ হওয়ার কথা ছিল। প্রথম পর্বের ইজতমা শুরু হয় শুক্রবার। শনিবার আখেরি মোনাজাত হয়। এরপর রবিবার দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়।
সরকারের হস্তক্ষেপে নেতৃত্ব নিয়ে বিবদমান তাবলিগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে দুই পর্বে চারদিনের ইজতেমার সিদ্ধান্ত হয় গত সপ্তাহে।
ঢাকার উপকণ্ঠে টঙ্গীতে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বিশ্ব ইজতেমার আয়োজনের প্রস্তুতি শুরু হয় এরপর।  দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারী ও দেওবন্দপন্থিরা দুই পর্বের ইজতেমা। রোববার থেকে ইজতেমার আয়াজক হন সাদপন্থীরা।