 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমার দুই ধাপে ৬ মুসল্লি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে প্রথম ধাপে পাঁচজন ও দ্বিতীয় ধাপে একজন ইন্তেকাল করেন বলে ইজতেমা জানাজা কমিটি সদস্যরা নিশ্চিত করেছেন।
কমিটির সদস্য মোহাম্মদ রফিক বলেন, বিশ্ব ইজতেমার প্রথম ধাপে পাঁচ মুসল্লি ইন্তেকাল করেন। তাদের মধ্যে জানাজা সম্পন্ন করে চারজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনকে জানাজা সম্পন্ন না করেই স্বজনরা নিজ গ্রামে নিয়ে গেছেন।
তিনি বলেন, দ্বিতীয় ধাপে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া জেলার ইব্রাহিম নামে ৭০ বছরের এক ব্যক্তি মারা যান। মঙ্গলবার সকালে জানাজা পড়ানোর পর স্বজনরা মরদেহ নিজ জেলায় নিয়ে যান।
তবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে আলাদা কমিটি গঠন হওয়ায় মৃত ৫ ব্যক্তির তথ্য জানা যায়নি।
জানাজা কমিটির অন্য সদস্যরা জানান, বার্ধক্যজনিত কারণে বিশ্ব ইজতেমায় আসা ছয় মুসল্লি ইন্তেকাল করেছেন। ইজতেমায় ইমাম সাহেবের নেতৃত্বে পাঁচ ব্যক্তির জানাজা সম্পন্ন হয়েছে।
এছাড়া পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে মারা যাওয়া আরও চার ব্যক্তির মরদেহ বিশ্ব ইজতেমার ময়দানে জানাজা পড়ানো হয়েছে বলেও জানান তারা।