নিউজ ডেস্ক: সৌদি দুতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে আজ রাতে।
কারা সূত্র জানিয়েছে, আজ রবিবার রাতের মধ্যে সাইফুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কারা কর্তৃপক্ষ সাইফুল ইসলাম মামুনের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা থানার মধ্যে খোন্তাকাটা এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, মামুনের ফাঁসি কার্যকর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।