এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়ায় ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় প্যানেলের বিপুল বিজয় হয়েছে। ২৪ মার্চ, রোববার দিনব্যাপী ভোট গ্রহন শেষে রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টাণিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করা হয়।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকা প্রতিকের অ্যাড. আলহাজ¦ আমানত হোসেন খান ৫৫ হাজার ৮ শত ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রেুাহী প্রার্থী আনিছুর রহমান আরিফ ২৫ হাজার ৭ শত ৮৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ তালা প্রতিকে ৩৪ হাজার ৩ শত ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টিয়া পাখি মার্কায় ২৭ হাজার ৮ শত ৮৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু টিউবওয়েল মার্কায় ১৯ হাজার ৫ শত ৪৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সভানেত্রী রওশন আরা সরকার কলসী প্রতিকে ৪৩ হাজার ২ শত ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম ৩৯ হাজার ৩ শত ৯৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার ৩৯৪জন। উপজেলার ১১টি ইউনিয়নের ১১৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।