মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০১৯, ০৯:২৭:৫৬

এবার গ্রামের বাড়ির সামনে ছবি তুলে ভাইরাল সোহেল তাজ

এবার গ্রামের বাড়ির সামনে ছবি তুলে ভাইরাল সোহেল তাজ

নিউজ ডেস্ক : সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে।

২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে।

২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের অংশ নেয়ার আলোচনা ভোটারদের মধ্যে থাকলেও তিনি নির্বাচনে অংশ নেননি এমনকি দলীয় মনোনয়ন ফরমও কেনেননি। তবে বোন সিমিন হোসেন রিমির পক্ষে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেছিলেন।

গত ফেব্রুয়ারি মাসে সোহেল তাজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করলে তা মানুষের মাঝে ব্যাপক আগ্রহের জন্ম দেয়।

১৯ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, বাংলাদেশের একটি মানচিত্র দেয়ালে৷ সেখানে বেশ ক’টি ছোট ছোট কাগজ আটকানো৷ সেখান থেকে হাত সরিয়ে বাইরে বেরুবার জন্য তৈরি হচ্ছেন আলোচিত এই রাজনীতিবিদ৷
এরপর লোগো লাগানো একটি হাইএস গাড়িতে করে বেরিয়ে পড়েন৷ তারপর একটি বাড়ির সামনে গিয়ে নেমে পড়েন৷ সেই বাড়ির মূল ফটক খুলে ঢুকে পড়েন তাজউদ্দিনপুত্র৷  তারপর ভবনের মূল দরজায় এসে ঠকঠক করে নক করেন৷

এরপর লেখা ভেসে উঠছে, ‘‘সোহেল তাজ আসছে আপনার দরজায়, আপনি রেডি তো?”৷

এখানেই শেষ ভিডিওটি৷ এটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রকাশের পর একদিনেই দেড়লাখের বেশিবার দেখা হয় ভিডিওটি। অনেকের মাঝেই এই ভিডিওটি কৌতূহল তৈরি করেছ৷

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে গ্রামের বাড়ির সামনে মোটরবাইকে বসে তোলা একটি ছবি সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করলে সেটিও ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দরদরিয়া, কাপাসিয়া গ্রামের বাড়ির সামনে, ২৬ মার্চ ২০১৯ I আজ থেকে ৪৮ বছর আগে আমার বাবা তাজউদ্দীন আহমদ কে খুঁজতে এসে পাক হানাদার বাহিনী এই বাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয় I জীবনের ঝুঁকি নিয়ে গ্রাম বাসি পুকুর থেকে পানি এনে আগুন নেভায়- অর্ধেক বাড়ি আগুনে পুড়ে যায়।’

ছবিটি এক ঘন্টায় লাইক পেয়েছে ১৬ হাজার। এই সময়ের মধ্যে এতে কমেন্ট পড়েছে ৬৭৩টি এবং ছবিটি শেয়ারও হচ্ছে প্রচুর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে