রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ১০:২১:৪১

কাপাসিয়ায় ঘিঘাট অষ্টমীস্নান ঘাটে পুন্যার্থীদের প্রার্থনা ও মেলা

কাপাসিয়ায় ঘিঘাট অষ্টমীস্নান ঘাটে পুন্যার্থীদের প্রার্থনা ও মেলা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘিঘাট তীর্থস্থানে ব্র্হ্মপুত্র নদীর অষ্টমীস্নানে ১৩ এপ্রিল শনিবার সকালে হিন্দু ধর্মীয় হাজারো ভক্ত পুনার্থীরা পাপমোচনের আশায় ভগবানের কাছে আরাধনা করেন। হিন্দুর্ধমালম্বী নারী-পুরুষ ভোর থেকে পূন্য লাভের আশায় স্নান সম্পন্ন করেন। এ উপলক্ষে ভোর থেকে দিনব্যাপী বিশাল মেলার আয়োজন করে। গাজীপুর-নরসিংদী জেলার মিলনস্থল ব্রহ্মপুত্র-শীতলক্ষ্যার মোহনায় এই স্নান অনুষ্ঠিত হয়।
 
কাপাসিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী মনোহরদী, কালীগঞ্জ, শিবপুর উপজেলাসহ বিভিন্ন জায়গা থেকে  শত শত ভক্তবৃন্দ র্তীথ স্নানে যোগ দেন। স্নান ঘাট এলাকায় ব্যাপক নিরাপত্তা থাকা সত্বেও দিনের বেলায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনাও ঘটে বলে জানা যায়। ওই স্থানে মহিলারা বেশী দুর্ভোগের শিকার হয়। স্নান শেষে ভিজা কাপড় নিয়ে অনেকে ঘাট এলাকা ত্যাগ করেন। স্নান শেষে কাপড় পরিবর্তন করার কোন স্থান না থাকায় অসংখ্য নারী-পুরুষ বিব্রতকর পরিস্থিতির শিকার হয়। 

স্নান ও মেলা কমিটির সভাপতি শংকর কুমার সরকার এবং সাধারণ সম্পাদক জীবন ভৌমিক জানান, প্রতি বছরের ন্যায় এখানে গীতা পাঠ, নাম সংকীর্তণ, লীলা কীর্তণ শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। তীর্থস্থানে সংকুলান না হওয়ায় ভক্তদের কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে। এখানে স্থায়ী সেড নির্মাণ করে আরো সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবী জানান।  

এদিকে পুনার্থীদের সাথে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এছাড়া কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আঃ মালেক আগত পূণ্যার্থীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে