কাপাসিয়া (গাজীপুর) থেকে এফ এম কামাল হোসেন : গাজীপুরের কাপাসিয়ার কৃতিসন্তান মোঃ খলিলুর রহমানকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সরকার বিভাগ তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা) হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদকে ৯ মে থেকে সরকারি চাকরি হতে অবসর দেওয়ায় অধিদপ্তরের জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমানকে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমানের জন্মস্থান কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের ঘোরষাব গ্রামে। তাঁর পিতার নাম মরহুম রহম আলী। মাতার নাম মরহুম গোলাপী বেগম। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। বড় ছেলে জোবায়ের রহমান একজন স্থপতি। মেঝো ছেলে আতিকুর রহমান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ছোট ছেলে ফয়সাল রহমান বিশ^বিদ্যালয়ে অনার্স পড়–য়া। একমাত্র মেয়ে সাদিয়া রহমান ঢাকা বিশ^বিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী।
ব্রহ্মপুত্র নদ ও ঘোরষাব জলমহাল এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশে শৈশবে বেড়ে উঠা প্রত্যন্ত পল্লী গ্রামের ছেলে মোঃ খলিলুর রহমান ১৯৭৫ সালে স্থানীয় আড়াল জিএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৭ সালে কাপাসিয়া ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে ১৯৭৭-৭৮ শিক্ষা বর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিংয়ের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কাপাসিয়ার মা, মাটি ও মানুষের প্রতি তার রয়েছে গভীর অনুরাগ ও ভালোবাসা। কাপাসিয়ার গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে তাঁর ভূমিকা এলাকার জনমনে খুবই প্রশংসিত। একজন সহজ-সরল, সৎ ও কর্মঠ ব্যক্তিত্ব খলিলুর রহমান এলজিইডি’র প্রধান প্রকৌশলী হিসাবে নিয়োগ পাওয়ায় কাপাসিয়ার আপামর জনসাধারণ দারুন খুশি।