নিউজ ডেস্ক : ধানের দাম কম ও শ্রমিক সংকটে অনেক কৃষকই এখন আর ধান কাটতে আগ্রহী হচ্ছেন না। এ অবস্থায় সম্প্রতি টাঙ্গাইলে ক্ষেতে আগুন দিয়ে ধান পুড়িয়ে প্রতিবাদের মতো ঘটনাও ঘটেছে। কৃষকদের এ অবস্থা থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছে স্কুলের শিক্ষার্থীরা।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বুধবার কৃষকের ধান কেটে দিয়েছে। শিক্ষার্থীদের এ কার্যক্রমের সময় তাঁদের নেতৃত্বে ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শামীমা ফেরদৌসীসহ বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাবু অখিল কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক মো. আকরামুজ্জামান,সাইফুল ইসলাম ইউনুস ও শফিকুল ইসলাম শফিক। উদ্যমী কর্মকর্তা শামীমা নিজেই ধান কাটতে মাঠে নেমে যান শিক্ষার্থীদের সঙ্গে, যা দেখে উৎসাহিত হয় অসংখ্য শিক্ষার্থী।