বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৯:৪২

টোক নয়ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ দোকান পুড়ে ছাই

 টোক নয়ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ দোকান পুড়ে ছাই

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজারে গতকাল ১৬ ডিসেম্বর বুধবার দুপুর পোনে বারটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসি ও ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাপাসিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ নিরাপত্তা দিয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। জানা যায়, উপজেলার সর্ব উত্তর সীমানায় ঐতিহ্যবাহী টোক নয়ন বাজার অবস্থিত। বুধবার দুপুর পোনে বারটার দিকে বাজারের পূর্ব প্রান্তে রাশিদের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মূহুর্তের মধ্যে আগুন বাজারের টিনের দোকানসহ আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের হাদিউল ও মমতাজের হার্ডওয়ার দোকান, সাহিদের লেপ-তোষকের দোকান, কাদিরের কাপড়ের দোকান, চানু মিয়ার যন্ত্রাংশের দোকান, শফিকুলের টিনের দোকান, বাবুল ও মানিকের চাউলের দোকান, ডাঃ রইজ উদ্দিনের ঔষধের দোকান, রুবেলের কাপড়ের দোকান, নজরুলের ফার্নিচারের দোকান, সফিকের সার ও কীটনাশকের দোকান, এখলাছ ও আশরাফের মনোহরী দোকান, ফালু মিয়ার মিষ্টির দোকান, মোশারফের চাউলের দোকান, জসিমের রড-সিমেন্টের দোকানসহ প্রায় ২০টি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরো ১৫/২০টি দোকান আংশিক পুড়ে বা ভেঙ্গে ব্যাপক ভাবে ক্ষয়-ক্ষতি হয়েছে। দোকানীরা এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ টোক বাজার পরিদশর্নে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলঅ আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ্, আওয়ামীলীগ নেতা অ্যাড. আমানত হোসেন খান, টোক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রমূখ।অগ্নিকান্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী মনোহরদী, রাজেন্দ্রপুর, শ্রীপুর ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মনোহরদী ফায়ার সার্ভিসের ডি এ ডি আক্তারুজ্জামান জানান, শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়-ক্ষতি নিরুপনে কাজ চলছে। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে